বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তেভাগা ছিল মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব

আলোচনা সভায় বক্তারা

দিনাজপুর প্রতিনিধি

‘তেভাগার চেতনা ভুলি নাই-ভুলব না’- এ স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক তেভাগা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে তেভাগা পরিষদ দিনাজপুরের আয়োজনে ঐতিহাসিক তেভাগা দিবস পালন উপলক্ষে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চিরিরবন্দর উপজেলার তালপুকুর-বাজিতপুর তেভাগা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, তেভাগা আন্দোলন ছিল মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। তেভাগা আন্দোলনের মধ্যে ছোট ছোট অনেক অর্জন রয়েছে যা আমাদের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন এনেছে। পাশাপাশি কৃষকরা এখনো ফসলের ন্যায্য দাম পায় না। সে ব্যর্থতাও আমাদের রয়েছে। তার পরও তেভাগা আন্দোলন সম্পর্কে আমাদের প্রজন্মদের জানাতে হবে। আলোচনা শেষে তেভাগার ওপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তেভাগা পরিষদ দিনাজপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ ড. মাসুদুল হক, আলতাব হোসাইন, চিত্ত ঘোষ, কমরেড হবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, তেভাগা আন্দোলন ১৯৪৬ সালের ডিসেম্বরের শুরু হয়ে ১৯৪৭ সাল পর্যন্ত চলে। বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের ৩ ভাগের ২ ভাগ পাবে চাষি, এক ভাগ জমির মালিক- এ দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত। দিনাজপুরে এই আন্দোলনের জনক ছিলেন হাজী মোহাম্মদ দানেশ, গুরুদাস তালুকদার ও রূপ নারায়ণ।

সর্বশেষ খবর