শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সাতক্ষীরা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের আয়োজনে গতকাল কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তের উচ্চবিদ্যালয় মাঠে এ বৈঠকে হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান এবং ভারতের পক্ষে ছিলেন কলকাতার ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী রাজেস কুমার ত্রিপাটি। ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে যৈথভাবে কাজ করবে বলে একমত পোষণ করেন তারা। সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর