শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিজিবির অভিযান

বান্দরবানে এক দিনে ৫৭ গরু জব্দ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে এক দিনে ৫৭ গরু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী এক বিশেষ অভিযানে সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এক দিনে ৫৭ গরু জব্দ করা হয়েছে। সূত্র বলেছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি জোন সদর দফতরে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান ১১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. রেজাউল করিম। তিনি জানান, সীমান্তের ওপার থেকে চোরাই পথে গবাদিপশু পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গত বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এক দিনে ৫৭ গরু জব্দ করা হয়। তিনি জানান, বিজিবি চোরাচালানবিরোধী টানা অভিযানে গত তিন মাসে ৩৬৯টি গবাদিপশু জব্দ করা হয়। যার বাজারমূল্য ৪ কোটি টাকা।

 

সর্বশেষ খবর