বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিপন্ন নদী রক্ষায় মেয়রের চিঠি

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

বিপন্ন নদী রক্ষায় মেয়রের চিঠি

দখলে-দূষণে বিপন্ন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক সময়ের খরস্রোতা নদী ‘বাসিয়া’ রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান। নদীখেকোদের পেট থেকে নদী উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। দখল, বাঁধ নির্মাণ ও ময়লা ফেলে দীর্ঘ ৩৫ বছর ধরে তিলে তিলে হত্যা করা হচ্ছে এ নদী। মেয়র সম্প্রতি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাংসদ মোকাব্বির খান ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) হাবিবুর রহমান হাবিবের সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রকাশ, নদী দখল মুক্ত, দূষণ রোধ ও নাব্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। না হয় এক সময়ে পুরো নদীটাই দখল হয়ে যাবে। নদীর এ করুণ পরিস্থিতি চলতে থাকলে আবর্জনার স্তূপ থেকে রোগ-জীবাণু সৃষ্টি ও বিলীন হয়ে যাবে পানির উৎসও। এর মারাত্মক প্রভাব পড়বে পরিবেশ ও জনজীবনে। তাই মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে আনতে পারলে নদীটিকে দখলদারদের কবল থেকে মুক্ত ও নাব্য ফিরিয়ে আনা সম্ভব হবে। নদী রক্ষায় যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ওই দুই সাংসদকে চিঠিতে অনুরোধ জানান তিনি। বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাসিয়া নদী দিয়ে এক সময় লঞ্চ চলাচল ছিল। কিন্তু দখল আর দূষণে বর্তমানে মুমূর্ষু অবস্থায় উপনীত হয়েছে এ নদী। এখনই এটি রক্ষায় ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে ক্রমান্বয়ে।

তাই নদী-খাল দখলমুক্ত করার ব্যাপারে অত্যন্ত সোচ্চার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হলেই প্রাণ ফিরে পাবে আমাদের বাসিয়া নদী।

সর্বশেষ খবর