শিরোনাম
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জোড়া খুনের রহস্য উন্মোচন, গ্রেফতার ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। নিজ কার্যালয়ে গতকাল প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। এর আগে গ্রেফতাররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেফতাররা হলেন, কামরুল হাসান, রুবেল, জুয়েল, কাউছার হোসেন, আবুল কাশেম খোকন ও বাহার। পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুর সদরে জোড়া খুনের ঘটনায় জড়িত কামরুল হাসান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। স্থানীয় কাচারি বাড়ি এলাকায় তার দোকান আছে। হাসানের সঙ্গে তার বন্ধু জুয়েল, বাহার, রুবেল ও কাউছার আড্ডা দিত। কাচারি বাড়ি সংলগ্ন এলাকায় আবু ছিদ্দিক ও তার স্ত্রী বসবাস করতেন। সম্প্রতি হাসান ও তার বন্ধুদের খোকন তথ্য দেন ছিদ্দিকের বাড়িতে কিছু টাকা-পয়সা ও স্বর্ণালংকার পাওয়া যাবে। এর পরিপ্রেক্ষিতে হাসান, রুবেল ও বাহার ওই বাড়ির জানালার গ্রিল বেয়ে ছাদ দিয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। তারা ছিদ্দিক ও তার স্ত্রী আতরের নেছাকে হাত-মুখ বেঁধে ফেলে।

এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে খাট ভেঙে যায়। পরে দুর্বৃত্তরা আলমারি ভেঙে কিছু না পেয়ে তাদের (স্বামী-স্ত্রী) জিজ্ঞাসা করতে এসে সাড়াশব্দ না পেয়ে বুঝতে পারেন ছিদ্দিক ও তার স্ত্রী মারা গেছেন। এ সময় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। প্রসঙ্গত, সদর উপজেলার শাকচর গ্রামের নিজ বসতঘর থেকে ১৮ অক্টোবর রাতে আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতেরুন নেছার (৬৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই খোকন বাদী হয়ে থানায় মামলা করেন।

সর্বশেষ খবর