বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্ষোভ থেকে সাংবাদিক আশিককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আশিকুল ইসলাম আশিককে হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার রায়হান মিয়া ওরফে সোহান। ক্ষোভ থেকে আশিককে হত্যা করেন তিনি। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আরেফিন আহমেদ হ্যাপীর কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রায়হান। জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ১০ দিন আগে পৌর শহরের কাউতুলীতে একটি হাসপাতালে এক রোগীকে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যদের ফোন দেওয়া হয়। বাতিঘরের সদস্যরা রক্তদাতা সংগ্রহ করে হাসপাতালে যান। সেখানে আশিকের সঙ্গে রায়হানের বাদানুবাদ ও হাতাহাতি হয়। বিষয়টি জেনে বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন দুজনকে ডেকে মীমাংসা করে দেন। হাতাহাতির সেই ক্ষোভ মনে পুষে রাখেন রায়হান। সোমবার বিকালে অবকাশ পার্কে মাসিক সভা ছিল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের। সেই খবর রায়হান তার সহযোগী জুনায়েদের মাধ্যমে নিশ্চিত হন। আশিক সভা শেষে রিকশায় ফিরছিলেন। পথে রায়হানের ছুরিকাঘাতে মারা যান তিনি।

 

সর্বশেষ খবর