শিরোনাম
রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে অবৈধভাবে চলা মেসার্স মা রহমত ব্রিকস বন্ধ ও ভাটামালিক আলম তপদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার গতকাল অভিযান পরিচালনা করেন। জানা যায়, কয়েক বছর বন্ধ থাকা মেসার্স হাজি আবদুল ওয়াদুদ অ্যান্ড মিয়াজী ব্রিকস নাম পরিবর্তন করে মেসার্স মা-রহমত ব্রিকস নামে সম্প্রতি চালু করেন স্থানীয় ব্যবসায়ী আলম তপাদার। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু হওয়ায় স্থানীয় লোক ও কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সভায় অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হান্নান সত্যতা নিশ্চিত করেছেন।

জানান, জেলায় বর্তমানে ৯৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ৫৩টি বৈধ। গত এক বছরে ১৫টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো যেসব ভাটার বৈধতা নেই প্রশাসনের সহযোগিতায় সেগুলোও পর্যায়ক্রমে বন্ধের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর