বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিপাহ ভাইরাসে মৃত সোয়াদের বাড়িতে আইইডিসিআর দল

পাবনা প্রতিনিধি

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ বছরের সোয়াদের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণে পাবনার ঈশ্বরদীতে শিশুটির বাড়ি পরিদর্শন করেছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদল। আইইডিসিআরের সায়েন্টিফিক অফিসার ডা. কাইয়ুমের নেতৃত্বে ঢাকা থেকে ১২ সদস্যের দলটি সোমবার রাত ৯টার দিকে সোয়াদের বাড়ি পৌঁছায়। এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা সোয়াদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। খেজুরের রস কোথা থেকে সংগ্রহ করে পান করেছে এ বিষয়ে বিস্তারিত জানতে চান। প্রতিনিধিদলের প্রধান ডা. কাইয়ুম বলেন, ঢাকায় ফিরে অফিশিয়ালি পরিদর্শনের বিষয়ে তারা সংবাদকর্মীদের জানাবেন। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যায়।

সে ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের সানাউল হোসেনের ছেলে।

সর্বশেষ খবর