ব্যক্তিগত অবকাঠামো নির্মাণের জন্য গাইবান্ধা পৌরসভা এলাকার কলেজ রোডে সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজের মুখ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এর ফলে পৌরসভার ৫টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করবে এমন আশঙ্কা প্রকাশ করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম কলেজ রোডের প্রফেসর কলোনি সংলগ্ন এলাকায় ব্রিজের মুখ মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন ব্রিজের মুখ ভরাট করে অবকাঠামো নির্মাণের পাঁয়তারা করছেন তৌহিদ জামান মিতা। এটি ভরাট করা হলে সদর হাসপাতালসহ পলাশপাড়া, গাড়িয়াল পট্টি, ফকিরপাড়া, বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হবে। এ ঘটনায় গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, জনস্বার্থ ও পরিবেশ আইন উপেক্ষা করে ওই ব্রিজের মুখ ভরাট করতে রাতের আঁধারে মাটি ফেলা হয়েছে। এর আগেও এই অপচেষ্টা করা হয়েছিল। সে সময় প্রশাসনকে অবগত করে পৌরসভার পক্ষ থেকে মাটি অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে পৌরসভা অবিলম্বে পৌরসভা আইন ২০০৯ এর ১১৭ ধারা এর বিধান এবং জলাধার আইন ও মহামান্য হাই কোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তৌহিদ জামান মিতার স্বামী ইব্রাহীম আকন্দ সেলিম বলেন, আগামী ৩/৪ দিনের মধ্যে মাটি সরিয়ে ফেলা হবে।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস