শিরোনাম
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাটি দিয়ে সেতুর মুখ ভরাট জলাবদ্ধতার আশঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি

মাটি দিয়ে সেতুর মুখ ভরাট জলাবদ্ধতার আশঙ্কা

ব্যক্তিগত অবকাঠামো নির্মাণের জন্য গাইবান্ধা পৌরসভা এলাকার কলেজ রোডে সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজের মুখ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এর ফলে পৌরসভার ৫টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করবে এমন আশঙ্কা প্রকাশ করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম কলেজ রোডের প্রফেসর কলোনি সংলগ্ন এলাকায় ব্রিজের মুখ মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন ব্রিজের মুখ ভরাট করে অবকাঠামো নির্মাণের পাঁয়তারা করছেন তৌহিদ জামান মিতা। এটি ভরাট করা হলে সদর হাসপাতালসহ পলাশপাড়া, গাড়িয়াল পট্টি, ফকিরপাড়া, বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হবে। এ ঘটনায় গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, জনস্বার্থ ও পরিবেশ আইন উপেক্ষা করে ওই ব্রিজের মুখ ভরাট করতে রাতের আঁধারে মাটি ফেলা হয়েছে। এর আগেও এই অপচেষ্টা করা হয়েছিল। সে সময় প্রশাসনকে অবগত করে পৌরসভার পক্ষ থেকে মাটি অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে পৌরসভা অবিলম্বে পৌরসভা আইন ২০০৯ এর ১১৭ ধারা এর বিধান এবং জলাধার আইন ও মহামান্য হাই কোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তৌহিদ জামান মিতার স্বামী ইব্রাহীম আকন্দ সেলিম বলেন, আগামী ৩/৪ দিনের মধ্যে মাটি সরিয়ে ফেলা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর