মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিকলে বাঁধা জীবন

লালমনিরহাট প্রতিনিধি

শিকলে বাঁধা জীবন

অর্থাভাবে মানসিক প্রতিবন্ধী ছেলে মমিনুর রহমানের চিকিৎসা করাতে না পেরে এক যুগ ধরে শিকলে বেঁধে রেখেছেন বাবা-মা। মমিনুর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ইশোরকোল এলাকার দিনমজুর তৈয়ব আলী এবং মর্জিনা বেগম দম্পতির ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে মমিনুরের জন্ম। পঞ্চম শ্রেণি পাস করার পর হঠাৎ মানসিক সমস্যা দেখা দেয় মমিনুর রহমানের। সন্তানের চিকিৎসার ব্যয়বহন করতে সহায়-সম্বল সব হারালেও তেমন ফল মেলেনি। শেষ পর্যন্ত দারিদ্র্যের কারণে চিকিৎসা আর এগোয়নি। মমিনুরের বাবা দিনমজুরি করে যা পান তাই দিয়ে চলে সংসার। বর্তমানে তার বাবা-মা উভয়েই অসুস্থ। মা মর্জিনা বেগম সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চান। গত রবিবার সরেজমিন গিয়ে দেখা যায়, মমিনুর রহমান জীর্ণশীর্ণ টিনের ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা চৌকির ওপর বসা। তার সঙ্গী একটি লোহার শিকল এবং একটি শিমুল গাছের গুঁড়ি। বাড়িতে যেই যাচ্ছে তার দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন এবং মাঝে-মধ্যে হাসেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম জানান, সরেজমিন দেখে মমিনুরের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর