রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে প্রাণিসম্পদ ভূমিকা রাখছে

দিনাজপুর প্রতিনিধি

পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে প্রাণিসম্পদ যথেষ্ট ভূমিকা রাখছে। আনন্দের কথা হচ্ছে, আমরা বর্তমান সরকারের প্রচেষ্টায় ইতোমধ্যে মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। বৈশ্বিক মহামারি করোনার কারণে খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ‘স্মার্ট বাংলাদেশ-স্মার্ট লাইভস্টক’-এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুরের আয়োজনে গতকাল প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনকালে বক্তারা এ কথা বলেন। দিনাজপুর সদর উপজেলা প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদশর্নীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইরি ফার্মারর্স অ্যাসোসিয়েশন দিনাজপুর সভাপতি তুহিন আখতার, সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. সারওয়ার হোসেন প্রমুখ। ডা. গোলাম কিবরিয়া বলেন, ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ কাজ করে না। এর জন্য চাই রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। সে কারণেই প্রতিটি মানুষের প্রয়োজন ডিম, দুধ, মাছ, মাংস। তাহলে সারা বিশ্বের সঙ্গে আমাদের মানুষ প্রতিযোগিতা করতে পারবে। এদিকে কাহারোল উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদফতর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ খবর