ঢাকার কাকরাইলে অপহৃত যুবক ওমর ফারুক আবদুল্লাহকে (২৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের মুসলিমপুর বাজারের সড়কের পাশ থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওমর ফারুক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঢাকার বনশ্রীতে বসবাস করেন। জানা যায়, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মুসলিমপুর বাজারের সড়কের পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একজনকে দেখেন এলাকাবাসী। এ সময় ওই যুবক বারবার পানি খেতে চাচ্ছিলেন। থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এক যুবককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে থাকা আত্মীয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানিয়েছেন গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে তাকে অপহরণ করা হয়।