শিরোনাম
শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় অপহৃত যুবক চাঁপাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার কাকরাইলে অপহৃত যুবক ওমর ফারুক আবদুল্লাহকে (২৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের মুসলিমপুর বাজারের সড়কের পাশ থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওমর ফারুক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঢাকার বনশ্রীতে বসবাস করেন। জানা যায়, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মুসলিমপুর বাজারের সড়কের পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একজনকে দেখেন এলাকাবাসী। এ সময় ওই যুবক বারবার পানি খেতে চাচ্ছিলেন। থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এক যুবককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে থাকা আত্মীয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানিয়েছেন গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে তাকে অপহরণ করা হয়।

সর্বশেষ খবর