সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সড়কে মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়কে মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত

নড়াইলে ট্রলির ধাক্কায় একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বগুড়ায় ট্রাকচাপায় মারা গেছেন এক কলেজছাত্র। এ ছাড়া মুন্সীগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নড়াইল : কালিয়ায় ট্রলির ধাক্কায় তবিবুর রহমান তোতা (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। পৌরসভার ছোটকালিয়া নামক স্থানে গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবিবুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের রুস্তম মোল্যার ছেলে। পুলিশ জানায়, সকালে কালিয়া পৌরসভার ছোটকালিয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। স্বজনরা তাকে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রলিটি আটক করেছে। চালক পলাতক রয়েছেন। কালিয়া থানার ওসি জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। বগুড়া : জেলা সদরে ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টায় শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক রাকিবুল হাসান। রাফসান সিয়াম শহরের বাদুরতাল এলাকার  অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ¯œাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে নোমান এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া এলাকায় গতকাল ভোররাতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান-যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০) ও আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০)। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম (৭) নামে এক শিশু মারা গেছে। শিশুটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহার গ্রামের আবদুল হাকিমের ছেলে। সে বাবার সঙ্গে উপজেলার আবদার গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে থাকত। লক্ষ্মীপুর : মাইক্রোবাস-সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সিএনজিচালক কামলা হোসেন, যাত্রী আলাউদ্দিন, আনোয়ারা, আবুল হাসান ও বদরুদ্দোজা। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর