মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আনন্দ মেলার নামে জুয়া অশ্লীল নৃত্য

 দিনাজপুর প্রতিনিধি

আনন্দ মেলার নামে জুয়া, লটারি, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সব অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে বীরগঞ্জ এলাকাবাসীর ব্যানারে থানা গেট সংলগ্ন বিজয় চত্বরে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বীরগঞ্জের নিজপাড়া ইউপির প্রেমবাজার নামক স্থানে মেলার নামে জুয়া, হাউজি, লটারি অশ্লীল নৃত্যের কারণে সমাজিক অস্থিরতা বাড়ছে। এসব কারণে বেড়েছে চুরি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপকর্ম। সর্বস্বান্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। লটারি বিক্রয়সহ মেলার প্রচারের কাজে ব্যবহৃত শতাধিক মাইকের শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

২৪ ঘণ্টার মধ্যে মেলার নামে এসব অপকর্ম বন্ধ করা না হলে সড়ক অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সুজালপুর ইউপি সদস্য মো. আবদুল হেকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী, বড় শীতলাই জামে মসজিদের মুহতামিত মো. জহরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিতা রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, সুজালপুর ইউপি সদস্য মো. সেলিম রেজা, যুব শ্রমিকলীগের সভাপতি মো. আবদুল মতিন প্রমুখ।

 

সর্বশেষ খবর