শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ নেতার মিছিলে হামলায় পাল্টাপাল্টি মামলা

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইসতিয়াক আহমেদ ডলারের মিছিলে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। থানা ও দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে স্থানীয় এমপির অনুসারী গোলাম কিবরিয়া সেলিমের মা আনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। এতে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে। বাদী তার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন। এর আগে বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার বাদী হয়ে মামলা করেন। এ মামলায় শহরের চৌধুরী বড়গাছার গোলাম কিবরিয়া সেলিম ও সবুজ, ফতেঙ্গাপাড়ার সোহান ও সজিবসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

সর্বশেষ খবর