সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিএসএফকে মিষ্টি উপহার

হিলি প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলি সীমান্তের চেকপোস্টে শূন্য রেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইউকে পিলাই-এর হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশলবিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী-পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের পতিরাম-৬১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও বিভিন্ন ক্যাম্প কমান্ডারের জন্য সর্বমোট পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান জানান, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সোহার্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। সেই সঙ্গে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয় এ লক্ষ্যে প্রতিবছর দুই দেশের জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে বাহিনীর পক্ষ থেকে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। হিলি সীমান্তে দুই বাহিনীর মাঝে দীর্ঘদিন ধরে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর