সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিজিবির

খাগড়াছড়ি প্রতিনিধি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত মাটিরাঙ্গার ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন। একই সঙ্গে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ বিষয়ক জোন কমান্ডার কুইজ প্রতিযোগিতায় ভালো ফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল জোন সদরে এক বর্ণাঢ্য আয়োজনে ৩৪ বীর মুক্তিযোদ্ধার হাতে বিভিন্ন উপহার ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কোয়র্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ বিষয়ক জোন কামান্ডার কুইজ প্রতিযোগিতায় ভালো ফল অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে ৪০ জনকে দুই বছর এবং ২০ জনকে এক বছর করে বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করা হয়েছে।

 

সর্বশেষ খবর