শিরোনাম
সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

কুড়িগ্রামে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ -বাংলাদেশ প্রতিদিন

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় গতকাল পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচি আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কুচকাওয়াজ, খাবার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া। প্রতিনিধিদের পাঠানো খবর- 

বগুড়া : শহরের মুক্তির ফুলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন রাগেবুল আহসান রিপু এমপি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এরপর পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া সরকারি-বেসরকারি নানা দফতর ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত উপস্থিত বক্তৃতা ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, গ্রন্থপাঠ ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। নওগাঁ : শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে একে একে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জয়পুরহাট : জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় গতকাল দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে ২৮০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার আয়োজন করা হয়। জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ। এ ছাড়া জেলার জীবিত ও প্রয়াত সব মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। চাঁপাইনবাবগঞ্জ : সকালে ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব শান্তির প্রতীক পায়রা ও রং-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। এদিকে সকালে সংসদ সদস্য আবদুল ওদুদ ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনাজপুর : যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকালে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। হিলি : হাকিমপুরের প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। কুড়িগ্রাম : স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

সর্বশেষ খবর