রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চুয়াডাঙ্গার চার ইউনিয়নে দ্রুত নির্বাচনের আদেশ উচ্চ আদালতের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার চার ইউনিয়নে দ্রুত নির্বাচনের আদেশ উচ্চ আদালতের

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। ইউনিয়নগুলো হলো- শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা, বেগমপুর ও নেহালপুর। সীমানা নির্ধারণের মামলা চলমান থাকায় প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি। সাংবাদিকদের গতকাল দুপুরে এ তথ্য জানান উচ্চ আদালতে রিটকারী কাজী আমিরুল ইসলাম কাছেদ। শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ গ্রামের কাজী আমিরুল ইসলাম বলেন, ২০১১ সালে এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন আবদুর রহমান। পরে শঙ্করচন্দ্র ইউনিয়ন ভেঙে শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা এবং বেগমপুরকে ভেঙে বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর স্ব স্ব ইউপি চেয়ারম্যানরা নিজেদের লোক দিয়ে সীমানা নির্ধারণের মামলা দায়ের করেন। এতে পূর্ববর্তী ইউনিয়ন দুটির মেয়াদোত্তীর্ণ হলেও দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকে। বিষয়টি অনুধাবন করে তিনি উচ্চ আদালতে রিট পিটিশন করেন।

সর্বশেষ খবর