সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে পাট ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সোনাতলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন ও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ ও যুবলীগ নেতা আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রবিউল ইসলাম।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়ন ও ১ পৌরসভার ১৬ শ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে পাটবীজ বিতরণ করা হয়।

 

সর্বশেষ খবর