শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাল সনদে ১৯ বছর শিক্ষকতা

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে মো. সানোয়ার হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। সনদ জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলেও অজানা কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফলে ১৯ বছর ধরেই জাল সনদ দিয়েই চাকরি করে আসছেন অভিযুক্ত এই শিক্ষক। অভিযোগ রয়েছে, সানোয়ার হোসেন উপজেলার সালামপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ভুয়া সনদ ব্যবহার করে ১৯ বছর ধরে চাকরি করে সরকারি খাত থেকে বেতন-ভাতা উত্তোলন করেছেন। জানা গেছে, কম্পিউটার প্রশিক্ষণের ভুয়া সনদে বছরের পর বছর ধরে চাকরি করা শিক্ষক সানোয়ারের সনদ জালিয়াতির বিষয়টি আলোচনায় আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর