রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মোরেলগঞ্জ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। গতকাল জেলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে বহিরাগতদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠন, গ্রুপিং এবং নিজেদের মধ্যে সংঘর্ষে ১৫-২০ জন আহত হওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত। জানা যায়, সম্প্রতি মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা। আহ্বায়ক কমিটি সব ইউনিয়নের ওয়ার্ডগুলোতে কমিটি গঠন শুরু করে। এ নিয়ে দুটি ইউনিয়নে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫-২০ জন আহত হন। একটি ইউনিয়নে ৪-৫ জন মৃত ব্যক্তিদের নাম রাখা হয়েছে কমিটিতে। জামায়াত-বিএনপির নেতা ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠনেরও অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে জেলা কমিটির কাছে অভিযোগ করা হলে জেলার নেতারা মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে আছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এম এমদাদুল হক। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরীশ রায় বলেন, মোরেলগঞ্জে কমিটি গঠন নিয়ে অনেক অভিযোগ উঠেছে। যা দলের জন্য ক্ষতিকর। সে কারণে উপজেলা আওয়ামী লীগের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে স্থগিত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি যে সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি করা হয়েছে সেসব এই সিদ্ধান্তের আওতায় থাকবে। ফলে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থিমিত হয়ে পড়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ। অনেকেই বলছেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে আবারও অনুমতি পেলে সরব হয়ে উঠবে রাজনীতি।

সর্বশেষ খবর