রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ফসলের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশাল ও ফরিদপুরের ১১ জেলার কৃষি কর্মকর্তা ও কৃষি বিজ্ঞানীদের নিয়ে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর কাশীপুর মৎস্য, বীজ উৎপাদন কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান এবং ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক হারুন-অর রশীদ। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক জসিম উদ্দিন।কর্মশালায় জানানো হয়, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে এ বছর ১৬ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সূর্যমুখীর আবাদও বেড়েছে। ভোজ্য তেলের ১২ ভাগ দেশে উৎপাদিত হচ্ছে। ভোজ্য তেল আমদানি ব্যয় কমাতে ২০২৫ সালের মধ্যে দেশের মোট চাহিদার ৪০ ভাগ তেল উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।

 কর্মশালায় বরিশাল-ফরিদপুর অঞ্চলের ১১ জেলার ১৭৫ কৃষি কর্মকর্তা ও কৃষি বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর