বগুড়ার শাজাহানপুরে আট কেজি গাঁজাসহ ওমর ফারুক তোতা (৩৮) নামের পিকআপ ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সাজাপুর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত তোতা উপজেলার ডোমনপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। পুলিশের দাবি তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার পিকআপ ভ্যান থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলার পর গতকাল আদালতে সোপর্দ করা হয়।