মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আবাদি জমিতে পুকুর খনন

পাবনা প্রতিনিধি

আবাদি জমিতে পুকুর খনন

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবাদি জমিতে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। খনন করা মাটি প্রকাশ্যে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। আবাদি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খননে এ উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। সরেজমিন দেখা যায়, উপজেলার গোবিন্দপুর এলাকায় এস্কেভেটর দিয়ে প্রায় ছয় বিঘা আবাদি জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। এই জমির চারপাশেই বোরো ধান রোপণ করা রয়েছে। সেখানে পাঁচটি ড্রাম ট্রাক ও পাঁচটি ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে মাটি বহন করা হচ্ছে। খননকৃত মাটি উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে তা বিক্রি করা হচ্ছে। ট্রলি চলাচল করায় ভেঙে যাচ্ছে গ্রামীণ রাস্তা। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। প্রতি গাড়ি মাটি বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। জমির মালিক শামছুল আকন্দ বলেন, পুকুর খননের জন্য একটি আবেদন করেছি। অনুমতি পেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেননি। মাটি ব্যবসায়ী শামছুল হক বলেন, সবার সঙ্গে কথা বলেই কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, আগেও সেখানে মাটি কাটা বন্ধ করা হয়েছিল। আবার শুরু করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর