রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রংচং লাগিয়ে ফিটনেসহীন গাড়ি চালানোর প্রস্তুতি

আবদুর রহমান টুলু, বগুড়া

রংচং লাগিয়ে ফিটনেসহীন গাড়ি চালানোর প্রস্তুতি

ঈদে যাত্রী পরিবহনে বগুড়ায় মেরামত করা হচ্ছে ফিটনেসবিহীন যানবাহন। লক্কড়ঝক্কড় বাস রংচং করে দর্শনীয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়ার্কসপ শ্রমিকরা। মালিক পক্ষ এসব বাসে দূরপাল্লার যাত্রীবহনের প্রস্তুতি নিচ্ছেন। ঈদে ঘরমুখী মানুষ এবং শেষে কর্মে ফেরা ঘিরে ফিটনেসবিহীন এ বাস চলবে মহাসড়কে। জানা যায়, ঈদ যাত্রায় সড়কে যানজটের আশঙ্কা করছে সংশ্লিষ্ট অনেকে। এ ভোগান্তির সঙ্গে যোগ হচ্ছে ফিটনেসবিহীন যানবাহন। দূরপাল্লার যানবাহনগুলো রংচং করে নতুন করা হচ্ছে। যাত্রীদের দৃষ্টি কাড়তে এই অভিনব পন্থা বের করেছেন বাসমালিক ও শ্রমিকরা। বগুড়া শহর ও শহরতলির বিভিন্ন স্থানে গড়ে ওঠা মোটর গ্যারেজে বিভিন্ন রুটের যানবাহনের কাজ চলছে। এ পর্যন্ত অর্ধশত গাড়ি রংচং করা হয়েছে। এই ফিটনেসবিহীন বাস ঈদের ছুটিতে দূরপাল্লায় যাত্রী পরিবহন করবে। বগুড়ার বাসচালক আশরাফ আলী জানান, ঈদের আগে যাত্রী চাপ খুব বেশি থাকে। বাসে, ট্রাকে পিকআপেও যাত্রী পরিবহন করা হয়। তারপরও চাপ কমে না। এ জন্য বিভিন্ন রুটের লক্কড়ঝক্কড় বাস ঈদের আগে মেরামত করে ঢাকা রুটে চলাচল করে থাকে। হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সড়কে অবৈধ যান ও ফিটনেসবিহীন গাড়ি যেন না চলে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ঈদে উত্তরের যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর