মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বউ-শাশুড়ি হত্যায় দুজনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে চাঞ্চল্যকর বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১)-এর বিচারক আজিজুল হক এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জের আমতৈল গ্রামের তালেব মিয়া ও হোসেনপুরের জাকারিয়া আহমেদ শুভ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে গ্রামের লোকজন বেড়িয়ে এসে তার মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগমকে (২২) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুমির ভাই তালেব ও শুভকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

সর্বশেষ খবর