মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভূমি জরিপে ব্লু প্রিন্ট নকশা প্রণয়ন দাবি

পঞ্চগড় প্রতিনিধি

ভূমি জরিপে ব্লু প্রিন্ট নকশা প্রণয়ন দাবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সর্দার পাড়া মৌজার নতুন ভূমি জরিপে আর এস নকশায় গরমিল করে হয়রানির অভিযোগ উঠেছে। ওই মৌজার অধিবাসীরা গতকাল দুপুরে আরএসপি ৭০ নকশা বাতিল করে ব্লু প্রিন্ট নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন। তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। পরে দুই শতাধিক মানুষ উপজেলা অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান কাজী মাহামদুর রহমান ডাবলুর আশ্বাসে বাড়ি ফিরে যান তারা। এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম, আহসন হাবীব, খজিব উদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, সামিউল করিম প্রমুখ। বক্তারা বলেন, ২০০৮ সালে তেঁতুলিয়ার বিভিন্ন মৌজায় নতুন করে আরএস জরিপ শুরু হয়। এসব মৌজায় আগের এসএ নকশার হুবহু আরএস ব্লু প্রিন্ট নকশা তৈরি করা হয়। এই সময়ে সর্দার পাড়া মৌজার দুটি নকশার মধ্যে ২ নম্বর নকশায়ও ব্লুপ্রিন্ট অনুযায়ী নকশা প্রস্তুত করা হয়। ১ নম্বর নকশার কাজ শেষ না করে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২০ সালে আবার এই নকশার আরএস কার্যক্রম শুরু হয়। কিন্তু ব্লুপ্রিন্ট নকশা না করে পি ৭০ শিরোনামের নকশা প্রস্তুত করা হয়। এই নকশায় জমির দাগের গরমিল হয়ে যায়।

সর্বশেষ খবর