মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সুনামগঞ্জে ঈদের নামাজে জুতা হারানো নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাশেম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঈদের নামাজের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কাশেম যুবক দোয়ারাবাজার উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে। আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার সকালে ঈদের নামাজের পর এক শিশুর জুতা হারিয়ে যায়। জুতা হারানোকে কেন্দ্র করে একই গ্রামের শান্ত মিয়া এবং রহমত আলীর পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন শান্ত মিয়ার নাতি কাশেম। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৬ জনকে আটক করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, সকালে নামাজের পর এ শিশুর জুতা হারানো নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। সিলেট পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করবে। ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১৬ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর