মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ছিনতাইয়ের চেষ্টা আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পিস্তলসদৃশ লাইটার দিয়ে ছিনতাইর চেষ্টাকালে তিনজনকে আটক করেছে র‌্যাব। গত রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম। আটককৃতরা হলেন- অভ্র কুমার দাস (৩২), মুন্না কোরেশী (৩১) ও তার ভাই জালাল আহমেদ রানা কোরেশী (১৮)। মামলায় অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। রবিবার সিলেটের জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণশাসন এলাকার আবদুল লতিফের ছেলে মো. সোনা মিয়া। মামলার এজাহারে সোনা মিয়া উল্লেখ করেন, গত শনিবার রাতে তিনি ৩৭ নম্বর ওয়ার্ডের ফেমাস মেসের কাছে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই সময় বাড়ির পাশে কয়েক যুবক পিস্তল ঠেকিয়ে তার কাছে টাকা দাবি করে। এ নিয়ে তিনি চিৎকার করলে র‌্যাবের একটি টহল দল আসে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়। সোনা মিয়া জানান, আটকের পর অভ্র কুমার দাস র‌্যাবের কাছে স্বীকার করেছে ছিনতাইর উদ্দেশ্যে তারা অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়েছে।

একইভাবে তারা নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে। জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধারের পর দেখা গেছে পিস্তলসদৃশ বস্তুটি আসলে একটি লাইটার। এটি প্রদর্শন করে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা ছিনতাই করত। রবিবার তাদের আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর