চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে কিশোর ফাহাদ নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতারের পর পুলিশ সুপারের নির্দেশে কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান শুরু করেছে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। অভিযানের অংশ হিসেবে ডিজে কাটিংয়ের চুলের বখাটে কিশোরদের ধরে পুলিশ নিজ খরচে সেলুনে নিয়ে স্বাভাবিক চুলের কাটিং করে দিচ্ছে। এ ছাড়া সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হচ্ছে। রাত ৮টার পর কোনো কিশোরকে আড্ডা দিতে দেখা গেলে তাকে থানায় নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে অভিভাবক ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে নারী শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে। সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শহরে বখাটেদের তৎপরতা বন্ধে কাজ করছে পুলিশ। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।