বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

কাজে আসছে না কোটি টাকার সেতু

দাউদকান্দি প্রতিনিধি

কাজে আসছে না কোটি টাকার সেতু

কুমিল্লার তিতাস উপজেলার তিতাস নদের ওপর সেতু নির্মাণ হলেও দুই পাশে সংযোগ সড়কটি নিচু থাকায় কোনো কাজে আসছে না। সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে স্থানীয় লালপুরে ৯৪ লাখ ৯ হাজার ৬৬২ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করে এলজিডি বিভাগ। সেতু থেকে সংযোগ সড়ক কয়েক হাত নিচু হওয়ায় এ অঞ্চলের  মানুষের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসী সেতুটি ব্যবহার না করতে পেরে প্রায় ৬-৭ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় মজিদপুর ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা দাউদকান্দির বৃহত্তম গৌরীপুর বাজারে প্রয়োজনীয় কাজ ছাড়াও ছাত্র-ছাত্রীরও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করে এই সড়ক দিয়ে। তিতাস নদের ওপর সেতুটি নির্মাণের প্রায় দুই বছর পার হয়েছে। এলাকাবাসী জানান, সেতু এবং সড়কটি এলাকাবাসী ব্যবহার করতে না পারায় তাদের ৬-৭ কিলোমিটার রাস্তা ঘুরে লালপুর ও শাহপুর থেকে শিবপুর বাস স্টেশন এসে দাউদকান্দির গৌরীপুরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। তিতাস উপজেলা প্রকৌশলী বলেন, তিতাস নদের ওপর সেতু নির্মাণ করা হয়েছে। দুই পাশে অ্যাপ্রোচের মাটিও ভরাট হয়েছে। চলতি অর্থবছরেই রাস্তাটি নির্মাণের জন্য প্রাক্কলনের প্রস্তাব পাঠানো হবে।

সর্বশেষ খবর