বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে খুনের ঘটনায় জেলা আওয়ামী লীগে বিভেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমের হত্যাকান্ড ও মামলায় গণহারে আসামি করা নিয়ে জেলা আওয়ামী লীগের মধ্যে চরম অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মূলত জেম হত্যাকান্ড নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদ এমপির সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানের বিরোধ চরম আকার ধারণ করেছে। এই বিরোধ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জানা গেছে, ১৯ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় এমপি আবদুল ওদুদের ডানহাত বলে পরিচিতি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত জেমের বড়ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, বহিষ্কৃত যুবলীগ নেতা ও সংসদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেশবাউল হক টুটুলসহ নামীয় ৪৮ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। এদিকে মামলায় পতিপক্ষকে ঘায়েল করতে স্থানীয় এমপি প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই প্রসঙ্গে সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহত জেমের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে যে ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

সর্বশেষ খবর