রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর থেকে ৩৭৬০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল পীরগঞ্জের নাজমুল ইসলাম শুভ, মিলন, লিটন মিয়া ও জয় চন্দ্র। দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব জানায়, ভোররাতে র্যাব-১৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি মাইক্রোবাসে সন্দেহের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ৩৭৬০ পিস ইয়াবা চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, থানায় মামলা দায়ের পর তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।