শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

মেরামতের চার দিন পর আবার ভেঙে পড়ল সেতু

রাঙামাটি প্রতিনিধি

মেরামতের চার দিন পর আবার ভেঙে পড়ল সেতু

মেরামত হয়েছে মাত্র চার দিন আগে। আবারও সেতুটি ভেঙে বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি-বাঘাইছড়ি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। বাঘাইছড়ি উপজেলার চৌমোহনী কাচালং সেতু দিয়েট্রাক পারাপারের সময় গতকাল সকালে ভেঙে পড়ে। সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার চৌমোহনী কাচালং সেতু দিয়ে গতকাল সকালে একটি ইটবোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় পাটাতন ভেঙে ট্রাকের একটি অংশ নিচে ঢুকে যায়। চালক কোনোভাবে ট্রাক থেকে বেড়িয়ে আসেন। সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে ওই সড়কে যান চলাচল। সৃষ্টি হয়েছে জানজট। খবর পেয়ে ঘনটাস্থলে যান পুলিশ, সেনাবাহিনী ও সড়ক বিভাগের কর্মীরা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগকে নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট যানবাহন চলাচলের জন্য ওই স্থানে নির্মিত নতুন সেতুর একপাশ খুলে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সেতু মেরামত কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত যানবাহন চলাচল শুরু করা যাবে।  উল্লেখ্য, গত সোমবার বাঘাইছড়ি চৌমোহনী কাচালং সেতুতে পাথরবোঝাই ট্রাক ওঠার পর ভেঙে পড়ে। এ সময় বিচ্ছিন্ন হয় বাঘাইছড়ির সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ।

এরপর মেরামত করে চালু করা হয় যান চলাচল। মেরামতের মাত্র চার দিনের মাথায় আবারও ভেঙে গেল একই সেতু। ২০১৬ সালের ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একই জায়গায় নতুন সেতুর কাজ শুরু করে খাগড়াছড়ি সওজ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ সম্পন্ন হয়নি। ফলে পুরাতন সেতুটি ব্যবহার করায় একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা।

 

সর্বশেষ খবর