গাজীপুরের কালীগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ‘গণপিটুনিতে’ দুলাল মিয়া ওরফে ভাণ্ডারি দুলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বর্তুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মাহবুব নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি উপজেলার পাড়ারটেক এলাকায়।
ব্যবসায়ী রায়হান আকন্দ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর কালীগঞ্জের বর্তুল এলাকায় তার পথ রোধ করে অন্য দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি। তারা মোবাইল ফোন ও সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুলাল নামের একজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ জানায়, আহত দুলালকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        