সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌবাড়ী এলাকার সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী নূরী খাতুন (১৯)। কামারখন্দ থানার ওসি নূরনবী প্রধান জানান, শফিকুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এর আগে তিনি দুটি বিয়ে করেছিলেন। নূরী ছিলেন তৃতীয় স্ত্রী। গতকাল সকালে দীর্ঘ সময় পার হলেও ঘুম থেকে না ওঠায় শফিকুলের বাবা তাদের ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন শফিকুল নিজের ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ও নূরীর লাশ মেঝেতে পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে শফিকুল স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন।