মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চার কোচিং সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরে চলছিল কোচিং সেন্টার। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চার কোচিং সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেটকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি চার কোচিং সেন্টারে জড়িত সাত পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদে র পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার আদেশ দেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলম, কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর