শিরোনাম
মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় গতকাল সকালে আবার মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে এবং পদ্মা-যমুনা নদী স্বাভাবিক থাকায় পুনরায় লঞ্চ চলাচল শুর করা হয়। এর আগে নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় শনিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৭টি লঞ্চ চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ফেরিতে ঘূর্ণিঝড়ের প্রভাব না পরায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। বর্তমানে এই নৌপথে ছোট-মাঝারি ও বড় ১৭টি ফেরি চলাচল করছে।

 

সর্বশেষ খবর