বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় পুকুর থেকে গতকাল সকালে শেখ জিয়াদ আলী নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে। মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার জয়খা এলাকার সড়কের পাশের একটি পুকুর থেকে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।