পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলকাছ মোল্লাসহ চারজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। পটুয়াখালী চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক জামাল হোসেন গতকাল এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন- বাউফল উপজেলার আসমত আলীর ছেলে শফিক, আক্কেল আলীর ছেলে মোহন ও লতিফ সার্ভেয়ারের ছেলে লিমন।