হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ইউএনওর সভাকক্ষে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলিয়া ফেরদৌস জাহান। সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর এ আলম।