বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

কারাগারে থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কারাগারে থেকে নির্বাচিত হওয়া খুলনার তেরখাদার ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল দুপুরে খুলনা জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান। জানা যায়, উচ্চ আদালতের জামিন আদেশে ২৪ মে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক তাকে কারাগার থেকে মুক্তির আদেশ দেন। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর জোড়া হত্যা মামলায় দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। পুলিশ জানায়, ২০১৯ সালের ৭ আগস্ট ছাগলাদাহ ইউনিয়নে পহড়ডাঙ্গা গ্রামে হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন দ্বীন ইসলাম। ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। মুক্তি পাওয়ার পর দ্বীন ইসলাম জানান, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়।

সর্বশেষ খবর