বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মাগুরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে মাগুরা পুরনো বাজার সোনাপট্টিতে গতকাল দুপুরে কমিটির পরিচিতি সভা হয়েছে। গত ৪ মে সমিতির সদস্যদের ভোটে ১৮ জন সদস্য নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে। সে অনুযায়ী গতকাল আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিমল বিশ্বাস সভাপতি, চারজন সহসভাপতি সমনের বৈদ্য, বিকাশ সাহা, রুহোল আমিন ও সুবোধ সরকার, সাধারণ সম্পাদক হয়েছেন ওহিদুল ইসলাম। এ ছাড়া সহ-সম্পাদক পদে পাঁচজন হলেন- রতন বিশ্বাস, রতন কর্মকার, আরব আলী, তাপস সাহা, শ্যাম রুদ্র, কোষাধ্যক্ষ পদে সুকুমার বিশ্বাস এবং কার্যনির্বাহী পদে ছয়জন হচ্ছেন তাপস বিশ্বাস, শ্যামল বিশ্বাস, বাবলু আলী, সুমন সরকার, ফারুক শিকদার ও বিপ্রোজিৎ বিশ্বাস।
সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় নেতারা এই কমিটির অনুমোদন দিয়েছেন। বাজুস কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে এই সংগঠন এখন নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় সভাপতি চান সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সোনার বাণিজ্যিক ক্ষেত্র আরও সমৃদ্ধ করতে।