ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে এক মেয়েকে ফাঁসির আদেশ এবং নিহতের স্ত্রী ও ছোট মেয়েকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত গতকাল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড পাওয়া আসমির নাম নিলুফা আক্তার। যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে নিহতের প্রথম পক্ষের স্ত্রী সাহিদা পারভিন এবং ছোট মেয়ে হাফিজা বেগম। মামলা সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করায় ২০১৬ সালের ২৫ শে সেপ্টেম্বর রাতে হাফেজ আবুল বাসারকে ঘুমের ইনজেকশন পুশ করে গলা কেটে হত্যা করা হয়।