মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

আবদুর রহমান টুলু, বগুড়া

বসুন্ধরার প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

বেদেনা আক্তার। জীবনের নানা জটিলতায় শ্রবণ এবং বাকপ্রতিবন্ধী বেদেনার সব আশা যখন নিভে যাচ্ছিল তখন তিনি লোকমুখে কালের কণ্ঠ শুভসংঘ থেকে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণের খবর পান। শুভসংঘ থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে বিনামূল্যে সেলাই মেশিন পেয়েছেন তিনি। এ মেশিন দিয়ে নিজে আয় করতে পারবেন এ স্বপ্নে এখন আনন্দে আত্মহারা। তার মতো আরেকজন মুক্তি আক্তার। সংসার খরচ চালানোর জন্য তিনি ঢাকায় গিয়ে গার্মেন্টে কাজ করার সিদ্ধান্ত নেন। তখন জানতে পারেন শুভসংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের কথা। তিনি ভর্তি হন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে প্রশিক্ষণ শেষ করে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কাজ করে অর্থ উপার্জন করে সংসার চালাতে চান মুক্তি। দুজনই সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করেন। গতকাল সারিয়াকান্দি উপজেলার পারতিত পরল গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে বেদেনা আক্তার ও মুক্তি আক্তারসহ কয়েকজন নারী এ দোয়া মোনাজাত করেন। প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। সুজিত সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-  রাজেশ কুমার, মতিউর রহমান মতি, আবদুল কাফি,  জাকারিয়া জামান প্রমুখ।

সর্বশেষ খবর