রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

দুর্যোগ মোকাবিলায় তাল চারা রোপণে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুর্যোগ মোকাবিলায় তাল চারা রোপণে ব্যাপক সাড়া

পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালগাছ। বগুড়ার বিভিন্ন সড়কে, গ্রামে সারি সারি তালগাছ দেখা যাচ্ছে। পরিবেশ রক্ষা ও বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাল চারা রোপণ চলছে জেলাজুড়ে। বগুড়া বনবিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বগুড়ায় কয়েকটি বজ্রপাতে নিহতের ঘটনা মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বজ্রপাতে মানুষ, পশু-পাখিসহ বিভিন্ন জীবজন্তুর অকাল মৃত্যু ঘটছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরম বন্ধু তাল চারা রোপণ করছেন অনেকে। পরিবেশবিদদের মতে অন্য দেশের তুলনায় বাংলাদেশে বজ্রপাতে বেশি মানুষ প্রাণ হারায়। এ কারণে বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয়েছে। তালগাছ ৯০-১০০ ফুট উঁচু হয়ে থাকে। এ গাছ উঁচু হওয়ায় বজ্রপাত এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। বজ্রপাত থেকে যানমাল রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে তাল চারা রোপণে বিশেষ গুরুত্বারোপ করেছেন। বগুড়া বনবিভাগের কর্মকর্তরা বলছেন, ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা, হয় বৃষ্টি। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে সহজে হেলে পড়ে না কিংবা ভাঙে না। কৃষি জমিতে পানির অভাব হচ্ছে। তালগাছ থাকলে পানির স্তর ওপরে ওঠে আসে। সামাজিক বনবিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান জানান, পরিবেশ রক্ষায় তালগাছসহ অন্যান্য বৃক্ষ রোপণে বিভিন্ন এলাকায় মানুষকে জনসচেতন করা হয়। বগুড়ায় আগে যে পরিমাণ তালগাছ দেখা যেত তার চেয়ে এখন বেশি চোখে পড়ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ তাল চারা বেশি রোপণ করছেন।

 

সর্বশেষ খবর