সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

৬০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৬০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ায় বগুড়া সদর থানায় অভিযোগ  দায়ের করেছেন সরিফ শিল্প গ্রুপের স্বত্বাধিকারী মরহুমা দেলওয়ারা বেগমের বড় মেয়ে আকিলা সরিফা সুলতানা। গত ৩ জুন রাতে থানায় গিয়ে আকিলা সরিফা তার অপর বোন ও বোন জামাইদের বিরুদ্ধে সম্পত্তি, এফডিআর, শিল্পপণ্যের কাঁচামাল, ৪০০ ভরি সোনাসহ প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি করেন। থানা পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ মে রাতে দেলওয়ারা বেগম এর মৃত্যু হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মরহুমার বড় মেয়ে আকিলা সরিফা তার স্বামী আনোয়ার হোসেন রানা ও তাদের সন্তানরা তার লাশ দেখতে গেলে তাদের দেখানো হয়নি। মৃত্যুর কোনো তথ্যও দেয়নি। মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পরের দিন অল্প সময়ের মধ্যে বাদীর মাতা দেলওয়ারা বেগমের দাফন সম্পন্ন করেন। দেলওয়ারা বেগমের মৃত্যু রহস্যজনক হওয়ায় তার মৃত্যুর ছয় দিন পর গত ৯ মে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন মামলার বাদী আকিলা সরিফা সুলতানা। এদিকে ওই মামলাটি তদন্তকালে আকিলা সরিফা জানতে পারেন, গত ২৭ এপ্রিল মরহুমার ৪০০ ভরি সোনার গহনা, ভূ-সম্পত্তি, বিড়ি তৈরির জন্য ক্রয় করা তামাকের মজুদ, ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ অর্থ ও এফডিআরসহ অনুমান ৬০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন তার আপন তিন বোন ও তাদের স্বামীরা। আকিলা সরিফা সুলতানাকে বাদ রেখে অন্য তিন মেয়েকে টিপ সইয়ের মাধ্যমে সম্পত্তি লিখে দেওয়ার ঘটনাটি মিথ্যা বলে অভিযোগে দাবি করেন। তার মা দেলওয়ারা বেগম সব কাজে নিজের স্বাক্ষর ব্যবহার করতেন। সব সম্পত্তি আত্মসাতের জন্য এ টিপ সইয়ের নাটক সাজানো হয়েছে। এই অভিযোগে সদর থানায় দায়ের করা অভিযোগনামায় মরহুমা দেলওয়ারা বেগমের মেয়ের জামাই আবুল হোসেন খোকন, তার স্ত্রী নাদিরা সরিফা বিলকিস, মোফাজ্জল হোসেন রঞ্জু তার স্ত্রী তৌহিদা সরিফা শান্তনা, ফেরদৌস আলম ফটু ও তার স্ত্রী মাহবুবা সরিফা আমেনা ও কানিজ ফাতেমা নামে অপর একজন।

সর্বশেষ খবর