বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা

পৌর মেয়র কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মোখলেসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গতকাল উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জেম হত্যা মামলায় গ্রেফতার পাঁচ আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফাঁস হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী। জানা যায়, জেম হত্যা মামলায় ৩০ মে ৩৪ আসামির মধ্যে ৩২ জন জামিন আবেদন করলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আদীব আলী ২৬ জনের জামিন মঞ্জুর এবং ছয়জনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। কারাগারে যাওয়া আসামিরা হলেন- জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু, আবদল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন ও মাহিন রেজা ওরফে মুমিন। ওই দিন অসুস্থ থাকায় এক নম্বর আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মোখলেসুর রহমান আদালতে উপস্থিত হতে পারেননি। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল খুন হন খায়রুল আলম জেম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর