ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত মিত্র হত্যা, জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কোপানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ও গতকাল ভোররাতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী। এ বিষয়ে গতকাল দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. শাহজাহান। গ্রেফতাররা হলেন- সজীব শেখ, মাসুম, ইস্রাফিল মল্লিক ও সিফাতুল্লাহ।